মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধে কয়লার দিয়াড় গ্রামবাসী গৌরবময় ভূমিকা পালন ।


১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চাঁপাইনবাবগঞ্জবাসীর অংশগ্রহণ ছিল সর্বাত্মক ও স্বতঃস্ফূর্তস্থানীয় মুক্তিযোদ্ধা ও জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ কে পাকবাহিনীর কবল থেকে মুক্ত করা সম্ভব হয়১০ ডিসেম্বর তারিখে মুক্তিযোদ্ধারা মহানন্দা নদীর অপর পাড় থেকে চাঁপাইনবাবগঞ্জ দখলের জন্য অগ্রসর হনক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তকালীন সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের নির্দেশে প্রায় পঞ্চাশজন যোদ্ধার এই দলের নেতৃত্ব দেন। 
মহানন্দা তীরে এসে উপস্থিত হলেও ১৩ ডিসেম্বরের পূর্বে তিনি নদী পার হয়ে শহরে প্রবেশ করতে পারেননিঐদিন রাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তাঁর বাহিনীকে তিনটি ভাগে বিভক্ত করে শহর আক্রমণের জন্য প্রেরণ করেনতিনি নিজে একটি অংশের নেতৃত্বে থাকেন এবং সহযোদ্ধাদেরকে নিয়ে গভীর রাতে মহানন্দা পেরিয়ে শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হনরেহাইচর নামক স্থানে  শত্রুসেনাদের সঙ্গে তাঁর লড়াই হয়। 
বীরদর্পে যুদ্ধ করে জাহাঙ্গীর যখন পাকবাহিনী ও তাদের দোসরদেরকে রণাঙ্গন থেকে পশ্চাদপসরণ করতে বাধ্য করছিলেন, তখনই শত্রুর নির্মম বুলেট এসে তাঁর কপালে বিদ্ধ হয়শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরতাঁর বীরত্বপূর্ণ লড়াই ও সাহসী রণপরিকল্পনার কারণে ১৪ ডিসেম্বর তারিখে চাঁপাইনবাবগঞ্জ কে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করতে সক্ষম হনশহীদ জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বগাঁথা অমর হয়ে আছে চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের মুক্তিপাগল জনগণের হৃদয়ে 

মুক্তিযুদ্ধে কয়লার দিয়াড় গ্রামবাসী গৌরবময় ভূমিকা পালন করেছেমুক্তিযুদ্ধের সময় যে এগারটি সেক্টরে বিভক্ত হয়েছিল তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ৭নং সেক্টরের আওতাভুক্ত হয়ে মহান স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেদীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সম্পূর্ণরুপে শত্রুমুক্ত হয়মহান স্বাধীনতা যুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গৌরবময় সন্তান হচ্ছেন-

ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীর

বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক

মেজর গিয়াস উদ্দিন চৌধুরী

লেঃ রফিকুল ইসলাম

লেঃ আব্দুল কাইউম খান

কয়লার দিয়াড় গ্রামের মুক্তিযোদ্ধার তালিকা:-


কয়লার দিয়াড়,  ভবানীপুর, শিবগাঞ্জ, চাঁপাই নবাবগাঞ্জ   

ক্রমিক

নাম

পিতা/ স্বামী

০১.

শহীদ আনিসুর রহমান

মৃত হাজী আশাবুদ্দীন

০২.

শহীদ আঃ সাত্তার

মৃত কাওসার আলী মোল্লা

০৩.

মোঃ আঃ সাত্তার

মৃত  হাসিমুদ্দীন

০৪.

মোঃ এত্তাজ আলী

মৃত  হাজী আলী মোহাম্মদ

০৫.

মোঃ তফিকুল ইসলাম ফিটু

মৃত আঃ  বাসেদ আলী

০৬.

মোঃ এনামুল হক

মৃত আঃ হাকিম

০৭.

মোঃ আঃ সালেক বিশ্বাস

মৃত হাজী নুরশাদ আলী বিশ্বাস

০৮.

মোঃ মোবারক আলী বিশ্বাস

মৃত হাজী নুরশাদ আলী বিশ্বাস

০৯.

মোঃ মোসাররফ হোসেন বিশ্বাস

মৃত হাজী নুরশাদ আলী বিশ্বাস

১০.

মোঃ জাহিরুল ইসলাম বিশ্বাস

মৃত   আইনাল হক বিশ্বাস

১১.

মোঃ বাদরুল ইসলাম  বিশ্বাস

মৃত মোজাম্মেল হক বিশ্বাস

১২.

মোঃ শরীফ উদ্দীন বিশ্বাস

মৃত তোজাম্মেল হক বিশ্বাস

১৩.

মোঃ ইয়াসিন আলী

মৃত  আরশাদ আলী

১৪.

মোঃ আশরাফুল ইসলাম

মৃত সেকান্দার আলী

১৫.

মোঃ আলতাফুর ইসলাম

মৃত সেকান্দার আলী

১৬.

মোঃ এরফান আলী

মৃত  মোকবুল হক

১৭.

মোঃ গোলাম মোস্তফা

মৃত সেতাবুদ্দীন

১৮.

মোঃ আশরাফুল ইসলাম

মৃত মমতাজ মন্ডল

১৯.

মোঃ আতাউর রহমান মিন্টু

মৃত  জবেদ আলী

২০.

মোঃ মনিরুল ইসলাম

মৃত আঃ হামিদ

২১.

মোঃ আব্দুল লতিফ

মৃত মন্তাজ আলী

২২.

মোঃ আব্দুল মালেক ( ফিটু )

মৃত কেরামত আলী

২৩.

মোঃ মোখলেশ উদ্দীন

মৃত উনসাহাক আলী  

২৪.

মোঃ আব্দুল বশির

মৃত মোফাজ্জল হক

২৫.

মোঃ নজরুল ইসলাম

মৃত সৈয়ব আলী

২৬.

মোঃ খাইরুল ইসলাম

মৃত সৈফুল হক

২৭.

মোঃ জালাল উদ্দীন

মৃত দারাশ্তুল্লাহ

২৮.

মোঃ আনারুল ইসলাম

মৃত আব্দুল মান্নান বিশ্বাস

২৯.

মোঃ আফসার আলী

মৃত তাবজুল হক

৩০.

মোঃ আশরাফুল হক

মৃত তাবজুল হক

৩১.

মোঃ  শাহাব উদ্দীন

মৃত কুড়ান মন্ডল

৩২.

অ্যাডঃ মোঃ আজিজ- উদ- দৌলা

মৃত মাওঃ সাজ্জাদ

৩৩.

মোসাঃ ফরিদা বেগম

অ্যাডঃ মোঃ আজিজ- উদ- দৌলা

৩৪.

মোঃ  সাইদুর রহমান সেন্টু

মৃত কফিল উদ্দীন মোল্লা

৩৫.

মোঃ আলতামাস

মৃত তোফাজ্জুল হক বিশ্বাস

৩৬.

শিশ মোহাম্মাদ

মৃত তোফাজ্জুল হক বিশ্বাস

৩৭.

মোঃ তানজির আহাম্মেদ

মৃত তাবজু হক বিশ্বাস

৩৮.

মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস

মৃত গোলাম মোহাম্মাদ বিশ্বাস

৩৯.

মোঃ এনামুল হক

মৃত ইউনুস আলী  

৪০.

মোঃ মারফত আলী

মৃত হাজী আসাবুদ্দীন

৪১.

মোঃ তোজাম্মেল হক 

মৃত জিল্লুর রহমান

৪২.

মোঃ বেলেল উদ্দীন

মৃত আঃ হামিদ

৪৩.

মোঃ কলিমুদ্দীন

মৃত নিয়াজউদ্দীন

৪৪.

মোঃ এরফান আলী

মৃত পেশকার আলী

৪৫.

মোঃ এরফান আলী

মৃত ফরিজ উদ্দীন

৪৬.

মোঃ মোবারক হোসেন

মৃত ফরহাদ হোসেন

৪৬.

মোঃ আনিসুর রহমান

মৃত ইয়াসিন আল

৪৮.

মোঃ আব্দুল হাকিম

মৃত সহিমুদ্দীন মাস্টার

৪৯.

মোঃ বেলাদুল ইসলাম

মৃত নইমুদ্দীন মন্ডল

৫০.

মোঃ আফজাল হোসেন

মৃত নইমুদ্দীন মন্ডল

৫১.

মোঃ মোন্তাসির রহমান

মৃত  আলহাজ্ব তাসাউর রাহমান

৫৩.

মোঃ সাদাতুর রাহমান

মৃত তোফাজ্জল হক